শেখ সিরাজুল ইসলাম : সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যুব খান ফাউন্ডেশন নামের সেবা মূলক সংগঠন। ২০১৭ খ্রিস্টাব্দের ২৫ শে ফেব্রুয়ারি তারিখে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। নানা ধরনের সেবা মূলক কাজের মধ্যদিয়ে পাড়ি দিয়েছে পথ পরিক্রমা। বিদ্যমান করোনা মহামারির শুরু থেকে বঞ্চিত মানুষের পাশে থাকার চেস্টা করেছে সবটুকু সামর্থ নিয়ে। উপদেষ্টা মোঃ ইসমাইল খান জানান শুরুর দিক থেকে নানাভাবে বঞ্চিত অসহায় মানুষের মাঝে স্যানিটাইজার, মাস্ক বিতরন সহ হতদরিদ্র শতাধিক পরিবারে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বর্তমানে ১০০ জন প্রতিবন্ধীকে সহায়তা প্রদানের পরিকল্পনা বাস্তবায়ন চলমান রয়েছে। চলমান রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান কার্যক্রম। ইতোমধ্যে বেশ কজন প্রতিবন্ধীকে সুবিধা প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দি গ্রামের খান বাড়ির মোঃ ইসমাইল খানের সন্তান মোঃ রাইসুল ইসমাইল খান জানান এ সংগঠনের সকল সদস্য পরস্পর আত্মীয়। এর অর্থায়ন হয় পারিবারিক ভাবে। যুব খান ফাউন্ডেশনেরর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন – দরিদ্র, অসহায় মানুষকে সহায়তা করা, প্রকৃত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সহায়তা, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করা, সর্বশেষ যুক্ত হলো প্রতিবন্ধীদের সহায়তা প্রদান। তিনি আরো বলেন ফাউন্ডেশন নিয়ে অনেক স্বপ্ন আছে। পরিবারের সদস্যদের সমন্বয়ে পরিচালিত সংগঠন সেবার মধ্য দিয়ে ধীরে ধীরে স্বপ্নের পথে এগিয়ে যাবে সকলের ভালবাসায়,সহযোগিতায়,আন্তরিকতায় এমনটি প্রত্যাশা করি।