শেখ সিরাজুল ইসলাম : সরাইলকে ভাষা আন্দোলনে সূতিকাগার ঘোষনার দাবি জানানো হয়েছে “ভাষা আন্দোলনে সরাইল “শীর্ষক আলোচনা সভায়। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল প্রেস ক্লাবের আয়োজনে সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা,স্বাধীনতা শিক্ষক পরিষদ মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী,মাছ রাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কবি মোঃ মনির হোসেন,প্রেস ক্লাব সাবেক সভাপতি বদর উদ্দিন, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মাহবুব খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিব কুমার দেব নাথ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন ১৯৪৭ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর সরাইলের তৎকালীন প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সরাইল থেকে প্রথম রাষ্ট্র ভাষা বাংলার দাবী উত্থাপন করেছিলেন। এক সময় সেই দাবী জাতীয় দাবীতে পরিণত হয়েছিল। আর তাই এই দিনটি সরাইলবাসীর জন্য গৌরবময় ঐতিহাসিক দিন। সরাইল প্রেসক্লাব সরাইলের তৎকালীন শিক্ষক সমাজের অবদানকে স্মরনীয় করে রাখার উদ্দেশ্যে দিবসটিতে আলোচনা সভার আয়োজন করার উদ্যোগের প্রশংসা করেন বক্তাগন। সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতির সর্ব প্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করায় তৎকালীন শিক্ষক সমিতির সদস্যদের নাম ফলক স্থাপন ও সরাইলকে ভাষা আন্দোলনের সূতিকাগার ঘোষণার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতির দাবি উত্থাপনের সংবাদটি ১৯৪৮ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারী আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে।