শেখ সিরাজুল ইসলাম : আবদুল আজিজ বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। উপজেলা শিক্ষা অফিসার হিসেবে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি মিডিয়াতেও নিয়মিত কাজ করছেন তিনি।মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া আজিজ কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজ বিভিন্ন ক্ষেত্রে সমান তালে কাজ করে চলেছেন, রাখছেন প্রতিভার স্বাক্ষর। ভ্রমণপ্রিয় আবদুল আজিজের জন্মস্থান নরসিংদীতে,সেখানেই বড় হয়েছেন তিনি।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন যথাক্রমে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারী কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ৩১তম বিসিএস নন ক্যাডার হতে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ পান আজিজ। তার বর্তমান কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। ফ্যাশন সচেতন আবদুল আজিজ কর্মজীবনের পাশাপাশি মিডিয়াতে দর্শক নন্দিত বেশ কিছু কাজ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য মিউজিক্যাল ফিল্ম তুই আমারি, ইন্দুবালা ৩,পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভাইজান, মায়ার শহর ইত্যাদি। মডেল আজিজের ভবিষ্যত পরিকল্পনা চলচ্চিত্রে অভিনয় করা, যা তাকে দর্শক হৃদয়ে বহুকাল বাঁচিয়ে রাখবে।