সরাইলে থ্যালাসেমিয়া আক্রান্ত ফরহাদকে আর্থিক সহায়তা প্রদান
জানুয়ারি ১০ ২০২১, ১৩:৫৬
সরাইলে থ্যালাসেমিয়া ও এনেমিক হার্ট ফেলিওরে আক্রান্ত কিশোর ফরহাদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় সেবামূলক সংস্থা যুব খান ফাউন্ডেশন। শনিবার বিকালে উপজেলার উপজেলার শাহবাজপুর মোড়াহাটির বাসিন্দা হত দরিদ্র চাঁন মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে তার অসুস্থ ছেলে ফরহাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের প্রতিষ্টাতা রাইসুল ইসমাইল খান রনি। এ ছাড়া স্থানীয় স্বাস্থ্যসহকারি প্রানেশ দাসও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় জাতীয় পর্যায়ের বহুল প্রচারিত অন লাইন নিউজ পোর্টাল সংবাদ বাংলাদেশ বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য দৈনিক সময়ের আলোতে খবর প্রকাশের পর সেবানন্দ, যুব খান ফাউন্ডেশন সহ ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন ফরহাদকে। ফরহাদের পরিবার সহায়তা প্রদানে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।