চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ: একদিনে আরও ২৪২ রোগী শনাক্ত
নভেম্বর ২৩ ২০২০, ১৩:৫৯
১ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০০ জন নগরের ও ৪২ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের ও সিভাসুতে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের, শেভরণে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৩ জন; এর মধ্যে ২১৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।