২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক হচ্ছে ভারত। আগে কথা ছিল ভারত আয়োজক হবে ২০২২ সালে। কিন্তু এই সূচি পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ভারত এবং ইন্দোনেশিয়া আয়োজক দেশ হিসেবে তাদের পারস্পরিক সম্মতির মাধ্যমে এই সূচি পরিবর্তন করে নিয়েছে।
এর ফলে ২০২২ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক হবে ইন্দোনেশিয়া এবং তার পরের বছর ২০২৩ সালে আয়োজক হবে ভারত। নিজেদের মধ্যে পারস্পরিক সম্মতিতে এই সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিদেশ মন্ত্রী রেত্নো মারসুদি।
২০২২ সালে রয়েছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর। ওই বছরে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ইন্দোনেশিয়া। তার পরের বছর দায়িত্ব নিচ্ছে ভারত। যেহেতু একই বছরে দুটি বড় সম্মেলনের আয়োজন করার সমস্যা হতে পারে সেই কথা জানিয়েে নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছিল।সেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে।
এরফলে ২০২১ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ইতালি, পরের বছর ২০২২ সালে ইন্দোনেশিয়া, তার পরের বছর ২০২৩ সালে ভারত এবং ২০২৪ সালে ব্রাজিল হবে আয়োজক দেশ।